প্রিয় বন্ধুরা, Mithun দার হাইস্কুলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একাদশ শ্রেণি (Class Eleven) -র ইতিহাসের একটি অংশ "প্রাগৈতিহাসিক যুগ (Pre-Historic age)-এর সংক্ষিপ্ত বিবরণ"।
পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ꘡West Bengal Council of Higher Secondary Education ꘡ একাদশ শ্রেণির ইতিহাস ꘡ Class XI History.
সময়কাল ঃ মানব সংস্কৃতির শুরু থেকে লিখিত উপাদানের প্রাপ্তিকালের মধ্যবর্তী সময়কালকে প্রাগৈতিহাসিক যুগ (Pre-Historic Age) বলা হয়। এককথায় বলতে গেলে যে যুগ বা যে সময়কালের কোন লিখিত বিবরণ পাওয়া যায় না তাকে প্রাগৈতিহাসিক যুগ বলে।
'প্রাগৈতিহাসিক যুগ' কথাটি প্রথম কে ব্যবহার করেন ?
১৮৩০ -এর দশকে ফরাসি প্রত্নতত্ত্ববিদ পল তুর্নাল দক্ষিণ ফ্রান্সের গুহায় প্রাপ্ত প্রাচীন নিদর্শন গুলির বিবরণ দিতে গিয়ে সর্বপ্রথম প্রাক্-ইতিহাস কথাটি ব্যবহার করেন। ১৮৫১ খ্রিস্টাব্দে সর্বপ্রথম ইংরেজি ভাষায় এই শব্দটি ব্যবহার করেন ড্যানিয়েল উইলসন।
প্রাক্-ইতিহাসের উপাদান ঃ প্রাগৈতিহাসিক যুগে মানুষ লিপি বা অক্ষরের ব্যবহার জানত না। তাই এই সময়ের কোন রকম লিখিত বিবরণ পাওয়া যায় না। এই সময়পর্বে মানুষের ব্যবহার করা হাতিয়ার, তাদের বাসস্থান, মৃৎশিল্প, গৃহস্থালির সরঞ্জাম প্রভৃতির ওপর ভিত্তি করে প্রাগৈতিহাসিক যুগের ইতিহাস রচনা করা হয়। ভারতে হরপ্পা সভ্যতার পূর্বের কোন লিখিত ঐতিহাসিক বিবরণ বা উপাদান পাওয়া যায়নি বলে হরপ্পা সভ্যতা আবিষ্কারের পূর্বকাল বা প্রাক্-হরপ্পা যুগকে প্রাগৈতিহাসিক যুগ হিসাবে বিবেচনা করা হয়। এককথায় বলা যায় প্রাগৈতিহাসিক যুগের মানুষ বলতে গুহামানব এবং জন্তু-জানোয়ার বলতে ডাইনোসরদের উদাহরণ দেওয়া যেতে পারে।
প্রাগৈতিহাসিক যুগের উপবিভাগ ঃ বিভিন্ন প্রত্নতত্ত্ববিদ পাথরে নির্মিত হাতিয়ারের ক্রমোন্নতি লক্ষ করে প্রাগৈতিহাসিক যুগকে তিন ভাগে ভাগ করেছেন। যথা - (i) প্রাচীন প্রস্তর যুগ বা Paleolithic Age (ii) মধ্যপ্রস্তর যুগ বা Mesolithic Age (iii) নব্য প্রস্তর যুগ বা Neolithic Age.
0 Comments